[00:00.000] 作曲 : Arindom[00:22.823] একা দিন, ফাঁকা রাত নিভেছে আলো[00:27.626] তুই নেই, কেউ নেই লাগছে না ভালো[00:38.417] একা দিন, ফাঁকা রাত নিভেছে আলো[00:43.321] তুই নেই, কেউ নেই লাগছে না ভালো[00:48.415] তোর নাম না জানা অভিমানে[00:51.320] কত দূরে ভাসা যায়[00:53.711] আমি চাইছি তবু পারছি না তো[00:56.457] থামাতে আমায়[00:59.047] একা দিন, ফাঁকা রাত নিভেছে আলো[01:04.120] তুই নেই, কেউ নেই লাগছে না ভালো[01:30.549] যতবার,[01:32.389] আমি তোর ভাষাতে বলছি কথা ততবার[01:38.036] তুই ভাবলি বুঝি তা আলাদা, যতবার[01:43.252] আমি তোর ভাষাতে বলছি কথা ততবার[01:48.446] তুই ভাবলি বুঝি তা আলাদা[01:51.428] একা দিন, ফাঁকা রাত নিভেছে আলো[01:56.467] তুই নেই, কেউ নেই লাগছে না ভালো[02:33.237] জানি না,[02:35.420] তোর ঘুম আসে কি রাত্রি হলে আমিও[02:40.524] সেই প্রশ্ন হয়ে থাকছি জ্বলে, জানি না[02:45.700] তোর ঘুম আসে কি রাত্রি হলে আমিও[02:50.913] সেই প্রশ্ন হয়ে থাকছি জ্বলে ও ও...[02:55.521] তোর নাম না জানা অভিমানে[02:59.134] কত দূরে ভাসা যায়[03:01.491] আমি চাইছি তবু পারছি না তো[03:04.201] থামাতে আমায়[03:06.955] একা দিন, ফাঁকা রাত নিভেছে আলো[03:12.030] তুই নেই, কেউ নেই লাগছে না ভালো.