[00:22.117] একা দিন, ফাঁকা রাত নিভেছে আলো[00:27.266] তুই নেই, কেউ নেই লাগছে না ভালো[00:37.995] একা দিন, ফাঁকা রাত নিভেছে আলো[00:42.892] তুই নেই, কেউ নেই লাগছে না ভালো[00:48.031] তোর নাম না জানা অভিমানে[00:51.064] কত দূরে ভাসা যায়[00:53.192] আমি চাইছি তবু পারছি না তো[00:56.388] থামাতে আমায়[00:58.930] একা দিন, ফাঁকা রাত নিভেছে আলো[01:03.743] তুই নেই, কেউ নেই লাগছে না ভালো[01:11.101][01:30.155] যতবার,[01:31.835] আমি তোর ভাষাতে বলছি কথা ততবার[01:37.277] তুই ভাবলি বুঝি তা আলাদা, যতবার[01:42.747] আমি তোর ভাষাতে বলছি কথা ততবার[01:47.732] তুই ভাবলি বুঝি তা আলাদা[01:51.029] একা দিন, ফাঁকা রাত নিভেছে আলো[01:56.109] তুই নেই, কেউ নেই লাগছে না ভালো[02:02.289][02:32.352] জানি না,[02:34.656] তোর ঘুম আসে কি রাত্রি হলে আমিও[02:39.749] সেই প্রশ্ন হয়ে থাকছি জ্বলে, জানি না[02:45.146] তোর ঘুম আসে কি রাত্রি হলে আমিও[02:50.213] সেই প্রশ্ন হয়ে থাকছি জ্বলে ও ও...[02:55.598] তোর নাম না জানা অভিমানে[02:58.898] কত দূরে ভাসা যায়[03:01.062] আমি চাইছি তবু পারছি না তো[03:04.110] থামাতে আমায়[03:06.597] একা দিন, ফাঁকা রাত নিভেছে আলো[03:11.642] তুই নেই, কেউ নেই লাগছে না ভালো.